• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুর ও বাসাবোতে দুই শিশুর ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০৫:২৫ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর পল্লবী ও বাসাবো এলাকায় পৃথক দুটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং ভুক্তভোগী শিশুরা বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) মিরপুর পল্লবী এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন মো. মিরাজ (৩৫), যিনি পেশায় রাজমিস্ত্রী। স্থানীয়রা শিশুর চিৎকারে পুলিশকে খবর দিলে পল্লবী থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এছাড়া গত শনিবার (২৩ আগস্ট) বাসাবো এলাকায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া যায় রিমন নামে এক পোশাক শ্রমিকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুটি বর্তমানে ওসিসিতে চিকিৎসাধীন। তার মা বাদী হয়ে সবুজবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম ও সবুজবাগ থানার এসআই মো. রেজাউল করিম জানান, দুই ঘটনাতেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুরা বর্তমানে চিকিৎসাধীন এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
ঢাকার কদমতলীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ
মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চায় ডিটিসিএ