পাবনার ভাঙ্গুড়া দুইজন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত


পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের ঐহিত্যবাহী বিদ্যাপিঠ মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের দু'জন শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকালে বিদ্যালয়টির শিক্ষক মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও মোছাঃ নাজমুন নাহার এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিনের পরিচালনা করেন।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ইউএনও মোছাঃ নাজমুন নাহার তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা। যা সামাজিক স্বীকৃত মানুষ গড়ার কারিগর পেশা হিসাবে খ্যাত। একজন আদর্শ তাঁর পেশার শুরু থেকে শেষ সময় পর্যন্ত তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।
বিদায় ও বরণ অনুষ্ঠানে মতবিনিময়ে অংশ গ্রহণ করেন,সিনিয়র গণমাধ্যম কর্মি বিকাশ চন্দ্র চন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির ছাত্র অভিভাবক মোঃ রবিউল করিম,সিনিয়র শিক্ষিকা মোছাঃ হাসিনা পারভীন, মোঃ ফরহাদ হোসেন, বিদায়ী শিক্ষিকা মোছাঃ শিমলা সুলতানা (মলি),নব যোগদানকৃত শিক্ষক মোঃ ছাব্বির আহম্মেদ সোহাগ প্রমূখ।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের স্কুল দায়িত্ব পালন কালে তাঁর ভূয়াসী প্রসংশা এবং নবাগত শিক্ষকে স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে বরণ ও বিদায়ী শিক্ষকদ্বয় কে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।
ভিওডি বাংলা/ এমএইচ