• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজারহাটে জুয়ার সরঞ্জামাদীসহ ৬ জুয়ারী গ্রেফতার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ১২:০৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ জুয়ার সরঞ্জামসহ ছয় জন জুয়ারিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের নওদাবাস উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালানো হয়। জুয়া খেলার সময় পুলিশ তাস, নগদ টাকা ও অন্যান্য জুয়ার সরঞ্জামসহ নিম্নলিখিত ব্যক্তিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলেন, আবুল কালাম (৫০) হারুন অর রশিদ (৪৫), মিজানুর রহমান (৪৫), জয়নাল আবেদীন (৫০), চাম্পা মিয়া (৪৫) ও আজিজুল ইসলাম (৪০) নামে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

রাজারহাট থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

ভিওডি বাংলা-প্রহলাদ মন্ডল সৈকত/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোকানের ম্যানেজারের আত্মহত্যা, মালিক কারাগারে
দোকানের ম্যানেজারের আত্মহত্যা, মালিক কারাগারে
ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড