প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে হারাল বাংলাদেশ


সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। আজ (২৭ আগস্ট) বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারায়। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন।
ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৪ আগস্টও বাংলাদেশ নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল। আজও নেপালের সঙ্গে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়া বাংলাদেশী দলের গোলদাতা ছিলেন থৈনু মারমা (১) এবং প্রীতি (৩)।
ম্যাচের ৩৮ মিনিটে থৈনু একক প্রচেষ্টায় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। সাত মিনিট পর প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। ইনজুরি সময়ে নেপাল কর্ণার থেকে একটি গোল দখল করে স্কোর ২-১ করে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ৭৬ মিনিটে প্রীতির গোলের মাধ্যমে ৩-১ লিড নিশ্চিত করে। নয় মিনিট পর হ্যাটট্রিক সম্পন্ন করেন প্রীতি। ম্যাচের শেষ বিশ মিনিট বৃষ্টির মধ্যে খেলা হয়। বাংলাদেশের কোচ শেষ দিকে গোলরক্ষক ইয়ারজানকে বদলে মেঘলাকে নামালেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে।
চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় বর্তমানে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে।
ভিওডি বাংলা/জা