বাঁশখালীতে বিএনপি জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত ১০


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছাড়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় দু পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগষ্ট) রাত ৮ থেকে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর কর্মীদের অভিযোগ, মঙ্গলবার রাতে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা মসজিদে ছাত্রশিবিরের একটি বৈঠকে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়েছে।
অন্যদিকে স্থানীয় বিএনপির দাবি, ছাত্রশিবিরের ওই বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় ছাত্রদল ও বিএনপির নেতা কর্মীরা প্রতিবাদ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দুই পক্ষের মারামারিতে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে রাতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা এ বিষয়ে মীমাংসা করার জন্য স্থানীয় মোশাররফ আলী হাটে বৈঠকে বসেন দু'দলের নেতাকর্মীরা। হঠাৎ করে মীমাংসা না হয়ে আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক নয়ন-মণি এবং স্থানীয় ছাত্রদল কর্মী মোঃ তায়েব, এনামুল হক ও তানভীর হাসান এবং ছাত্রশিবিরের বাঁশখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসাইন, জামায়াত কর্মী মোঃ রাকিব আহত হয়েছে তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসা রয়েছে।
ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এখনো পর্যন্ত এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
বাঁশখালী থানার জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আরিফুল্লাহ জানান, মাদ্রাসা ছুটির পর বিকেলে পাশের মসজিদে পবিত্র কোরআন ক্লাসের আয়োজন করেছিল শিবির। সেখানে ছাত্রদল হামলা করে রাকিব নামের আমাদের একজন কর্মীকে আহত করেছেন। রাতে বিষয়টি মীমাংসা করার জন্য গেলে সেখানেও আমাদের নেতাকর্মীদের ওপর আবারও হামলা চালায় বিএনপির সমর্থিত নেতা কর্মীরা।
বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ বলেন, আমি জানতে পেরেছি, শিবিরের বৈঠকে বিএনপি নেতা তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করাকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। জামায়াত-শিবিরের হামলায় আমাদের চার থেকে পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।
বাঁশখালী থানার (ওসি) তদন্ত সুধাংশু শেখর হাওলাদার জানান, স্থানীয় জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোন পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ঘটনা সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাটি এখনো পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ