আলিয়াকে কেন খোঁচা দিলেন পায়েল ?


আলিয়ার দাবি, তাঁর ব্যক্তিগত পরিসরে ছবিশিকারিরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত। তাঁকে এই নিয়ে খোঁচা দিলেন বিতর্কিত অভিনেত্রী তথা নেটপ্রভাবী পায়েল রোহতগী।
প্রাসাদপ্রমাণ নতুন বাড়ির ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় রেগে আগুন আলিয়া ভট্ট। মুম্বইয়ের পালি হিলে রাজ কপূরের বাড়িটিই নতুন করে তৈরি করিয়েছেন রণবীর কপূর ও আলিয়া। অভিনেত্রীর দাবি, তাঁর ব্যক্তিগত পরিসরে ছবিশিকারিরা ঢুকে পড়েছেন, যা নিয়ে তিনি বিরক্ত। এ বার আলিয়াকে এই নিয়েই খোঁচা দিলেন বিতর্কিত অভিনেত্রী পায়ল রোহতগী।
বেশ কয়েকবছর ধরেই এই বাড়ির পুনর্নির্মাণের কাজ হয়েছে। আলিয়া ও রণবীর প্রায়ই সেখানে গিয়ে, দাঁড়িয়ে থেকে কাজ দেখেছেন। অবশেষে গৃহপ্রবেশের অপেক্ষায় সেই বাড়ি। সেই বাড়ির সামনে থেকেই একটি ভিডিয়ো করে ছেড়ে দেওয়া হয়েছে সমাজমাধ্যমে। আলিয়া এক বিবৃতি দিয়ে বাড়ির ছবিগুলি মুছে ফেলার অনুরোধ করেছেন। এর পরে খোঁচা দিয়ে পায়েল লিখেছেন, বাড়ির বাইরে থেকে ছবি তোলাকে কোনও ভাবেই ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যায় না। পায়লের কথায়, “স্বামী বা অন্য কোনও পুরুষের সঙ্গে আপনার যৌনক্রিয়ার ছবি তোলা হলে তাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলা যেত।”
পায়ল আরও বলেন, “আপনার বাড়ির এলাকা তুলে ধরলে তাকে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া বলে না। এইটুকু সাধারণ বুদ্ধি আপনার আছে বলে মনে হয়। নেটপ্রভাবীরা রাস্তায় এমন ভিডিয়ো করেই থাকেন। চারপাশে প্রচুর বাড়ি দেখা যায় সেই সব ভিডিয়োয়। আপনার নিরাপত্তারক্ষী মোতায়েন করার অথবা সিসিটিভি ক্যামেরা লাগানোর ক্ষমতা রয়েছে। দয়া করে সেটাই করুন।”
তবে এই মন্তব্যের জন্য পাল্টা পায়লকেও কটাক্ষের শিকার হতে হয়েছে। আলিয়ার অনুরাগীরা ও সাধারণ নেটাগরিকও সমালোচনা করেছেন পায়লের। এক নেটাগরিক পায়লকে উদ্দেশ্য করে লিখেছেন, “মানুষ নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কী না করছে! এই মহিলার মধ্যে প্রবল ঘৃণা জমে রয়েছে। ঘৃণা প্রকাশ করেই চর্চায় উঠে আসছেন তিনি।”
ভিওডি বাংলা/ এমএইচ