সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে : আরিফ সোহেল


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন আমাদেরকে সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে নিয়ম মেনে যুদ্ধ করতে হবে। আমরা কোন আঞ্চলিক বৈষম্য চাইনা। তিনি প্রশ্ন করে বলেন আপনারা কী এমপি চান না এমএলএ চান? যদি এমএলএ চান তাহলে গণ পরিষদ নির্বাচন দরকার, নতুন সংবিধান দরকার।
শুক্রবার সকাল (২৯ আগস্ট) ১১ টায় জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখা ও বিভিন্ন উপজেলা শাখার সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে অংশ নিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল এসব কথা বলেন।
তিনি বলেন, এই আলোচনা কিন্তু এখনো চলতেছে ঐক্যমত কমিশনে। বিএনপি বলছে পার্লামেন্টে হবে, আমরা বলছি, না! গণপরিষদ লাগবে। এই আলোচনা কিন্তু এখনো শেষ হইনি, হতাশ হওয়ার কোন কারণ নেই, আলোচনা চলমান রয়েছে।
তিনি আরো বলেন, যদি আমরা রাজপথে থাকতে পারি, রাজপথে জনগণের শক্তি দেখাতে পারি, ইনশাআল্লাহ আমরা গণপরিষদ আদায় করে নিয়ে আসবো। তিনি সকলকে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান।
এসময় কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মাদ মুরসালিন বলেন, "বিভিন্ন মিডিয়ায় আসন ভাগাভাগির বিষয়ে প্রপাগাণ্ডা চালানো হচ্ছে, এগুলো সব বোগাস আলাপ। আমরা আছি শহীদদের রক্তের উপর দাড়িয়ে। আমাদের যেসমস্ত ভাইবোনেরা আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে সেই বিচার না পাওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যেতে পারিনা। এটা সরাসরি তাদের রক্তের সাথে বেইমানী।"
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার ও কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, মাসুম মিয়া, হাফিজুর রহমান খান, জেলা সদস্য আসাদুজ্জামান, রাজু আহমেদ রাজ্জাক, আইয়ুব আলীসহ কুড়িগ্রাম জেলা ও বিভিন্ন উপজেলা শাখার ২ শতাধিক দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এছাড়াও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাদ জুমা কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে শহরের পৌরবাজার এলাকায় এক নির্বাচনী গণসংযোগ পরিচালনা করেন। এসময় তারা কুড়িগ্রামকে আধুনিক, নিরাপদ, কর্মমুখর ও আত্নমর্যাদাশীল জেলা হিসেবে গড়ে তুলতে ড. আতিক মুজাহিদের ১৩ দফা সমৃদ্ধ লিফলেট বিতরণ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ