• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুস্থ সমাজ গঠনে বিকালে যুবকদের খেলার মাঠে পাঠাতে হবে: মঈনউদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি    ২৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার খোকসা উপজেলা ওসমানপুর গ্ৰামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল  খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগষ্ট) বিকালে খোকসা ওসমাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওসমানপুর অভিযাত যুব সংঘের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

জুবায়ের রহমান জ্যাকির পরিচালনায়  ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ  জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মইনুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা দেখতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়। ফাইনাল খেলা ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা যায় ।সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছিল। আয়োজকরা জানিয়েছেন, ফাইনালের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রক্ষার্থে  স্বেচ্ছাসেবক দলের সদস্যরা কাজ করেছে।

ফাইনাল খেলায় পদ্মা ফুটবল একাদশ ও মেঘনা ফুটবল একাদশ অংশ নেয়। টাইব্রেকারে দুই দলের মধ্যে মেঘনা ফুটবল একাদশ চার দুই গোলের ব্যবধানে পদ্মা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

কেন্দ্রীয় কৃষকদল নেতা হাফেজ মঈনউদ্দিন বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ও মনের সুস্থতার উপরই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি। আমি সবসময় চেষ্টা করবো যাতে যুবসমাজ খেলাধুলায় ফেরাতে।  

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কৃষক দল নেতা হাফেজ মঈনউদ্দিন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেক জালিয়াতি মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার
চেক জালিয়াতি মামলায় শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার
অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
শখে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী
শখে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী