• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০১:০১ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একসাথে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে ঘটে। সংঘর্ষের ফলে ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। 

হাইওয়ে পুলিশ জানায়, ফরিদপুর থেকে ঢাকা যাওয়ার পথে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পাঁচ্চরে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এর কিছু দূরত্বে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। পরে নড়াইল এক্সপ্রেসের একটি বাস ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে এবং সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের বাসটির সঙ্গে সংঘর্ষ করে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত চারটি বাস পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক দ্রুত দেশে আসবেন: এ্যানি
খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক দ্রুত দেশে আসবেন: এ্যানি