• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অর্থকষ্টে গয়না বিক্রি করতে হয়েছিল : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক    ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পি.এম.
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই বড় পর্দায় অনুপস্থিত। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন নিজের ব্যবসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা নিয়ে। তবে ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। প্রাক্তন স্বামী শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীকে ঘিরে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছিলেন অপু।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, আজ তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হলেও একসময় চরম অর্থকষ্টের মুখোমুখি হয়েছিলেন। ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর ভারত থেকে দেশে ফেরার সময় একেবারেই হাতে টাকা ছিল না তার।

অপু বলেন, “তখন বুঝেছি যাদের অর্থের অভাব আছে তারা কীভাবে হিসেব করে চলেন। সেই সময় থেকেই আমি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করছি।”

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস

অর্থকষ্ট সামাল দিতে নিজের সোনার গয়নাও বিক্রি করতে হয়েছিল বলে জানান তিনি। অপু বলেন, “আমি সোনার গয়না খুব পছন্দ করতাম। নিয়মিত সিনেমা করার সময় দেশে-বিদেশে পছন্দ হলেই কিনতাম। কিন্তু কখনো ভাবিনি এই গয়নাগুলোই একদিন বিপদে কাজে লাগবে। তখন অনেকগুলো গয়না বিক্রি করে ভালো অংকের টাকা পেয়েছিলাম, যা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলাম।”

এরপর ধীরে ধীরে কাজে ফিরে নিজেকে গুছিয়ে নিয়েছেন বলে জানান এই নায়িকা।

২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকাল ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে অপুর। তবে আলোচনায় আসেন ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনীত ব্যবসাসফল ছবি কোটি টাকার কাবিন দিয়ে। এর পর থেকে একসঙ্গে তারা রাজনীতি, পাখী, চাচ্চু, শত্রু আমার, মনের সাথে যুদ্ধ, মায়া: দ্য লাভ, দুই পৃথিবীসহ ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন।

অপু বিশ্বাসকে ঢালিউডের ‘নায়িকা নম্বর ওয়ান’ হিসেবেও অভিহিত করা হয়। ২০১০-এর দশকে তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল