• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাঁশখালীতে জমকালো আয়োজনে জুলাই স্মৃতি ফুটবলের সমাপ্তি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা যুব বিভাগের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বৈলছড়ি ইউনিয়ন একাদশ ২-১ গোলে পুঁইছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসিমরা প্রাণ দিয়ে আমাদের নতুন দেশ উপহার দিয়েছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, বাঁশখালীতে একটি স্টেডিয়ামের জরুরি প্রয়োজন রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামকে উদ্দেশ করে তিনি নির্বাচনের আগেই জেলা মানের একটি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ফাইনাল খেলার উদ্বোধন করেন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ইমরানুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।

খেলায় ব্যক্তিগত কৃতিত্বের দিক থেকে বৈলছড়ির ফরহাদ সর্বোচ্চ গোলদাতা, রুবেল ম্যান অব দ্যা ম্যাচ, আবু সাঈদ সেরা গোলরক্ষক এবং হেলাল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন। এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে সরল যুব বিভাগ একাদশকে পুরস্কৃত করা হয়।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের দায়িত্বশীল অধ্যাপক শহিদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর কোম্পানী, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিন সহ উপজেলা জামায়াত, যুব বিভাগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল বৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই