বহিষ্কার হলেন বিএনপির নির্বাহী সদস্য উদয় কুসুম

বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
রোববার ৩১ সেপ্টেম্বর দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন উদয় কুসুম বড়ুয়া। পোস্টে ভিডিও শেয়ার করে সেখানে তিনি লিখেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সন্ত্রাসী কর্তৃক জোবরা গ্রামে হামলা।’ এরপর উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে হামলায় ইন্ধনের অভিযোগ ওঠে। এ ছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে উসকানিমূলক বক্তব্য দিতে দেখা যায়।
ভিওডি বাংলা/ এমপি