• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

২.৫ বিলিয়ন জি-মেইল ব্যবহারকারী ঝুঁকিতে, গুগলের সতর্কতা

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৬:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ প্রযুক্তি সংস্থা গুগল সম্প্রতি ২.৫ বিলিয়ন ব্যবহারকারীকে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে। গুগলের তথ্য অনুযায়ী, হ্যাকার গ্রুপ শাইনি হান্টারস আগস্টের শুরুতে গুগলের সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে এক কর্মীকে বিভ্রান্ত করে ব্যবসায়িক নথি, প্রতিষ্ঠান ও গ্রাহকের তথ্য চুরি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টের শুরুতে শাইনি হান্টারস নামের এক হ্যাকার গ্রুপ গুগলের সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে। গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে হ্যাকাররা গুগলের সাইটে ঢুকে পড়ে এবং গুগলের তথ্যভাণ্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকের তথ্য চুরি করে তারা।

হ্যাকাররা চুরি করা ব্যবসায়িক তথ্যগুলো ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলার জন্য ব্যবহার করছে। এসব তথ্য কাজে লাগিয়ে জি-মেইল ব্যবহারকারীদের কাছে গুগল কর্মী পরিচয়ে ভুয়া ই-মেইল পাঠানোর পাশাপাশি ফোনকল করে লগইন তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করছে তারা। যা ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত। যে কোনো মুহূর্তে তারা হ্যাকিংয়ের শিকার হতে পারেন।

যদিও গুগল পরিষ্কার জানিয়েছে, যে সাধারণ গ্রাহকদের জি-মেইল, ড্রাইভ বা পাসওয়ার্ড-সংক্রান্ত কোনো ডাটা ক্ষতিগ্রস্ত হয়নি। তারপরও ব্যবহারকারীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে গুগল।

গুগল ২.৫ বিলিয়নেরও বেশি জি-মেইল ব্যবহারকারীকে এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অনুরোধ করেছে। 

যেমন-
পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছে গুগল। বিশেষত যারা দীর্ঘদিন পাসওয়ার্ড পরিবর্তন করেন না তাদের জন্য এটি জরুরি। এক্ষেত্রে শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন।

ব্যবহারকারীদের টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার পরামর্শ দিয়েছে গুগল। যাতে পাসওয়ার্ড ফাঁস হলেও অ্যাক্সেস রক্ষা করা যায়।

সিকিউরিটি চেকআপ চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এটি আপনার জি-মেইল অ্যাকাউন্টের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে। অচেনা ডিভাইস, তৃতীয়-পক্ষের অ্যাপ সংযোগ, রিকভারি তথ্য ইত্যাদি চেক করতে সাহায্য করে সিকিউরিটি চেকআপ।

পাসকি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাসওয়ার্ডের সহজ ও সুরক্ষিত বিকল্প হল পাসকী। যা পাসওয়ার্ডের বিকল্প এবং অধিক নিরাপদ পদক্ষেপ হিসেবে কাজ করে। পাসকীর সাহায্যে আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার সময় আপনি ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্যান বা পিনের মতো ফোনের স্ক্রিন লক ব্যবহার করতে পারবেন। যা পাসওয়ার্ডের চেয়ে সুরক্ষিত।

এনহ্যান্সড সেভ ব্রাউজিং চালু করতে বলা হয়েছে। এটি এআই চালিত একটি উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য যা আপনাকে ফিশিং, ম্যালওয়্যার এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে রক্ষা করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাজারে আইফোন ১৭ সিরিজ, আলোচনায় পাতলা ‘আইফোন এয়ার’
বাজারে আইফোন ১৭ সিরিজ, আলোচনায় পাতলা ‘আইফোন এয়ার’
মেটার নতুন স্মার্ট গ্লাস ঘিরে বিতর্ক ও সম্ভাবনা
মেটার নতুন স্মার্ট গ্লাস ঘিরে বিতর্ক ও সম্ভাবনা
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’
হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’