• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বরগুনায় ৪০ সাংবাদিকের অংশগ্রহণে ‘ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি’ প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০৯:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে “ক্লাইমেট ফাইন্যান্স ও ইন্টিগ্রিটি” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের সহায়তায় দুই দিনব্যাপী এ কর্মশালায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪০ জন সাংবাদিক অংশ নেন। শনিবার ও রবিবার বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে প্রতিদিন ২০ জন করে সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, বাংলাদেশে তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (SCGGP) প্রকল্প বর্তমানে বরগুনা ও পটুয়াখালী জেলার ৩২টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এ উদ্যোগ থেকে সরাসরি উপকৃত হবেন ৭ হাজার ৫৭০ জন এবং পরোক্ষভাবে উপকৃত হবেন ২৪ হাজার ৩৩৯ জন মানুষ। এর মধ্যে রয়েছে দলিত, হিজড়া, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো প্রান্তিক জনগোষ্ঠী।

প্রশিক্ষণে জানানো হয়, প্রতিবছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ হয়। কিন্তু এ অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, কোনো খাতে অপব্যবহার হচ্ছে কিনা কিংবা কোথাও অনিয়ম হচ্ছে কিনা—এ বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন জনগণের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেবে। এতে যেমন সুশাসন প্রতিষ্ঠা সহজ হবে, তেমনি সরকারি সেবার মানও বৃদ্ধি পাবে।

ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে জলবায়ু অর্থায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও টেকসই হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়বে, আর দুর্যোগ প্রস্তুতি, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রম হবে আরও কার্যকর।

প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন ওয়েভ ফাউন্ডেশনের বরগুনা সদর প্রকল্প কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ও কমিউনিটি মোবিলাইজেশন অফিসার মনিরুল ইসলাম। তারা বলেন, সাংবাদিকরা যদি বাজেট, ব্যয় ও তৃণমূল জনগণের অভিজ্ঞতা যাচাই করে প্রতিবেদন তৈরি করেন, তবে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই