• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজৈরে মতবিনিময় সভা

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার উদ্যোগে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার মিট এন্ড ইট হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক জীবন বোস। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার উপদেষ্টা প্রবীর সাহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাদেব সূত্রধর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়ন্ত হালদার, যুগ্ম আহ্বায়ক হরি সাধন দত্ত, যুগ্ম আহ্বায়ক যুগল বোস, যুগ্ম আহ্বায়ক বিপ্লব ঘোষ, যুগ্ম আহ্বায়ক সনজীব কুমার দাসসহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এবারের দুর্গা পূজা হবে ভাবগাম্ভীর্যের সাথে উৎসবমুখর পরিবেশে। কোনো অপসংস্কৃতি যেন আমাদের পূজার আনন্দকে ম্লান করতে না পারে, সে দিকে সবাইকে সজাগ থাকতে হবে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গা পূজা উদযাপন করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব বিমল দেবনাথ।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
‘শিক্ষার আলো ছড়াবে সোমনারায়নের নবনির্মিত ভবনে’: ইউএনও
মূল আসামি গ্রেফতার
মূল আসামি গ্রেফতার