• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাগপা সভাপতিকে কুপিয়ে জখম, মির্জা ফখরুলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ এ.এম.
(জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী-ছবি সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর বিজয়নগর রোডে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।

জাগপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে বৈঠকে অংশ নেন লুৎফুর রহমান। সেখান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় সন্ত্রাসীরা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কাকরাইলের ইসলামী হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার প্রচুর রক্তক্ষরণ হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা গভীর চক্রান্তের অংশ। আগামী জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হচ্ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

প্রসঙ্গত, খন্দকার লুৎফুর রহমান জাগপার একাংশের সভাপতি। তার দল বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী সমমনা জোটের অন্তর্ভুক্ত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির প্রতিনিধি দলের সাথে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বিএনপির প্রতিনিধি দলের সাথে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
‘শাপলায়’ অনড় এনসিপি
‘শাপলায়’ অনড় এনসিপি
জুবাইদা ও জাইমা’র রাজনীতি ইসুতে যা বললেন তারেক রহমান
জুবাইদা ও জাইমা’র রাজনীতি ইসুতে যা বললেন তারেক রহমান