• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সিঙ্গাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান খান ফিলিপ। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিঙ্গাপুর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরকার ইকবাল, যুবদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মো. আব্দুর রহিম বিপ্লব এবং শ্রমিক দলের সভাপতি এস এম রুবেল পারভেজ।

প্রধান বক্তা ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুর রহমান খান রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বাংলাদেশ বিজনেস চেম্বারের সভাপতি শহীদুজ্জামান।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এ দলকে দেশের মাটি থেকে কেউ মুছে ফেলতে পারবে না। তারা দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ, জিয়াউর রহমানের চিন্তাধারা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির করণীয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং দলকে বিজয়ী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সহ-সভাপতি আকরাম হোসেন, লাভলু রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ মতিউল ইসলাম, অর্থ সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন, যুবদলের সহ-সভাপতি মো. সবুর, মোল্লা রুবেল, আশরাফ রিপন, সাংগঠনিক সম্পাদক এমদাদুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের খাইরুল ইসলাম, রেজাউল করিম, ফজলুর রহমান মিলন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসসহ সিঙ্গাপুর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ জন আটক
আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে
আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে
থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন
থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন