• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রোহিঙ্গা ক্যাম্পে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আসিয়ানভুক্ত দক্ষিণ-পূর্ব এশীয় দেশসমূহের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে গঠিত আসিয়ান পার্লামেন্টারিয়ান ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)-এর একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে।

৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এপিএইচআরের সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো। দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিমান রোম, ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল মানুয়েল এবং চারজন এপিএইচআর কর্মকর্তা।

মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে তারা উখিয়ার ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তাদের সঙ্গে ছিলেন।

প্রতিনিধিদল ক্যাম্প ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করে রোহিঙ্গা কন্সাল্টেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের সদস্য ও অন্যান্য রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসময় রোহিঙ্গা নেতা সৈয়দউল্লাহ জানান, নিরাপদ প্রত্যাবাসন ও রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান এমপিদের প্রতিনিধি দল সহযোগিতা করবে। বৈঠকে মালয়েশিয়া ও অন্যান্য দেশে আটক রোহিঙ্গাদের মুক্তি এবং আন্তর্জাতিক সমর্থনের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

এরপর তারা ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র (আরসিএমসি) পরিদর্শন করেন এবং ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিদর্শন শেষে তারা উখিয়া ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন এবং আগামীকাল (৩ সেপ্টেম্বর) বিমানযোগে ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় জানায়, গত রোববার সন্ধ্যায় বিমানযোগে কক্সবাজার আগমনের পর সোমবার তারা শরণার্থী সংকটের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক এবং জাতিসংঘসহ সহযোগী সংস্থাগুলোর সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, এপিএইচআর আসিয়ানভুক্ত এমপিদের সংগঠন হলেও এটি আসিয়ানের সরাসরি কোনো শাখা নয়। আগামী ১৯ সেপ্টেম্বর আসিয়ানের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাবে, যার নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু