• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোরে মাদক বিরোধী অভিযানে সিআইডি টিমের ওপর হামলা

যশোর প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর সদ‌রের রাজারহাটে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হাতে হামলার শিকার হয়েছেন যশোর ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডি'র জোনের একটি দল। হামলায় শহীদুল ইসলাম নামে একজন কনস্টেবল আহত হয়েছেন। 

জানা গে‌ছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে মাদকের বড় চালানের গোপন খবর  পেয়ে সিআইডি যশোর জোনের একটি দল অভিযান চালায়। কয়েকজন অফিসার ও কনস্টেবল ওই অভিযানের নেতৃত্বে ছিলেন। রাজারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের ডেরায় অভিযান পরিচালনার সময় মাদক ব্যবসায়ীরা উল্টো ধাওয়া করে সিআইডির ওই টিমকে । এ সময় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় সিআইডির একজন সাব ইন্সপেক্টর থানায় মামলা করেছেন। পুলিশের কয়েকটি টিম এবং সিআইডি ওই এলাকায় এখনো অভিযান অব্যাহত রেখেছে।

সিআইডির ইন্সপেক্টর তুষার জানিয়েছেন, এ ব্যাপারে আইনগতভাবে এগোনো হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাড় নেই, চাপ দেবেন না’
‘হাড় নেই, চাপ দেবেন না’
চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন
আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন