• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাটমোহরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর)  চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে স্মরণকালের বর্ণাঢ্য ও বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে পৌর শহরের বালুচর খেলার মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশ শেষে বালুচর মাঠ থেকে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীর মূহুর্মূহু শ্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে, ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খান।

হাসাদুল ইসলাম হীরা বালুচর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশে হাজচর হাজার নেতাকর্মী, সমর্থক বালুচর মাঠে সমবেত হয়। একে মিছিল এসে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বালুচর মাঠ। নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে বালুচর মাঠ।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে ৩বছরের শিশুকন্যা ধর্ষিত,ধর্ষক পলাতক
রাজারহাটে ৩বছরের শিশুকন্যা ধর্ষিত,ধর্ষক পলাতক
‘হাড় নেই, চাপ দেবেন না’
‘হাড় নেই, চাপ দেবেন না’
আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন
আমতলীতে উপজেলা প্রশাসন শিশুপার্কের উদ্বোধন