• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপা নিষিদ্ধের দাবি

টায়ার জ্বালিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। সৃষ্টি হয় তীব্র যানজট। অবশ্য খবর পেয়ে পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের পরপরই মঞ্চ থেকে ঘোষণা হয়— তারা মিছিল নিয়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে যাবেন।

এরই মধ্যে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় সিনিয়র নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

এ ঘটনার ২০ মিনিট পর পুলিশ  সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। তখন নেতাকর্মীরাও এলাকা ছেড়ে চলে যান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস