• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন লুৎফর রহমান। এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিন বাবু। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় এ তথ্য জানিয়েছেন জেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশন আইনজীবি আলহাজ্ব আব্দুল মজিদ। তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনু্ষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। মোট ৭৮১ ভোটারের মধ্যে অনুপস্থিতি ভোটারের সংখ্যা ৬। ভোটে গরুর গাড়ী মার্কায় প্রতীকে ৫৪৬ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনছার প্রামানিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হাফিজুর রহমান ছাতা মার্কায় ভোট পেয়েছেন ২২৭টি।

তিনি আরো বলেন, মই মার্কা প্রতীকে ৪২৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাতিল মাহামুদ মটর সাইকেল প্রতীকে ২৭০ ভোট এবং আনারস মার্কা প্রতীকে ৭৫ ভোট পেয়েছেন খোন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। এছাড়াও হরিণ প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে ১ নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম ( জিলাল)। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিদুর রহমান মোরগ প্রতীকে ১০৮ ভোট এবং নজরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৮৭ ভোট পেয়েছেন।

এরআগে, সকাল ১১ টায় কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের তালেতালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, নানা জল্পনা কল্পনা শেষে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন ভোটাররা। নতুন কমিটি সকল বিভেদ ভুলে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই