• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি, জ্যোতিষী আটক

আন্তর্জাতিক ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে একজন জ্যোতিষীকে আটক করা হয়েছে। দেশটির ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নম্বরে এই হুমকি পাঠানো হয়, যা শহরে আতঙ্ক সৃষ্টি করে। হুমকিতে বলা হয়, ভয়াবহ সিরিজ বোমার বিস্ফোরণের মাধ্যমে ১ কোটি মানুষ নিহত হতে পারে।

সংবাদমাধ্যম স্ট্যাটসম্যান শনিবার (৬ সেপ্টেম্বর) জানিয়েছে, আশ্বীনির জন্মস্থান বিহার। তিনি নইডাতে থাকতেন। সেখান থেকেই ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমে বোমা হামলার হুমকিমূলক বার্তা পাঠান। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ব্যক্তি জানিয়েছেন, তিনি জ্যোতিষী হিসেবে কাজ করেন। তিনি এই ভুয়া হুমকি দিয়েছিলেন আরেকজনকে ফাঁসাতে। ওই ব্যক্তির কারণে জেলে যাওয়ার প্রতিশোধ নিতে এ কাজ করেন তিনি।

এ জ্যোতিষী পুলিশের কাছে পাঠানো হুমকিতে বলেন, ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে। যেগুলো পুরো শহরকে কাঁপিয়ে দেবে। বৃহস্পতিবার এমন হুমকি আসার পর এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে শহরের নিরাপত্তা বাড়ানোর কাজ শুরু করে পুলিশ।

হুমকিতে দাবি করা হয়, শহরের ৩৪টি গাড়িতে ‘মানব বোমা’ স্থাপন করা হয়েছে এবং পাকিস্তান থেকে ১৪ সন্ত্রাসী ভারতে প্রবেশ করেছে। বিস্ফোরণে ব্যবহৃত হবে ৪০০ কেজি আরডিএক্স।

পুলিশ হুমকির সূত্রপাত করা মোবাইল ও সিম উদ্ধার করেছে। সিম ব্যবহারে সহায়তার অভিযোগে আরও একজনকে জিম্মা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র: স্টেটসম্যান

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন