• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে স্থানীয় সময় রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় প্রথমবারের মতো দেশটির মন্ত্রিসভার ভবনকে টার্গেট করা হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো জানিয়েছেন, ভবনের ছাদ ও উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ চালাচ্ছিল। রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলছেন, ড্রোন হামলায় ভবনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, হামলায় ৯টি মিসাইল এবং ৫৬টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ ড্রোন দিয়ে হামলার রেকর্ড। এ হামলায় ৩৭টি স্থানে আঘাত করা হয়েছে, আর ৮ স্থানে ধ্বংসাবশেষ পড়েছে।

ব্রিটিশ সাংবাদিক সারাহ রেইনসফোর্ড জানিয়েছেন, ইউক্রেনের সিটি সেন্টারে রাশিয়ার এই ধরনের হামলা বিরল। সরকারি ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে সেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা রয়েছে, কিন্তু এতসংখ্যক ড্রোন ও মিসাইল একসাথে আসায় তা কার্যকারিতা হারিয়েছে।

হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। অন্যান্য অঞ্চলেও হতাহতের খবর আসছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন