• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পি.এম.
ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। রোববার দুপুরে পাবনার বেড়া উপজেলার সিএনবি মোড়ে।

পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। তারা জানিয়েছেন, আসন পুনর্বহাল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেড়ার সিএনবি মোড়ে অবরোধ চলেছে। এই সময় আন্দোলনকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন, যেমন –

‘সীমানা বদল নয়, জনগণের অধিকার চায়’, ‘পাবনা-১ এর সীমানা কারো একক সম্পদ নয়’, ‘জনগণের কণ্ঠস্বর, দমিয়ে রাখা যাবে না’, ‘গণদাবি অমান্য হলে গণ আন্দোলন’ x ‘নির্বাচন কমিশনের অবৈধ গেজেট, মানি না মানবো না’।

অবরোধে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন খাজা ও সাংগঠনিক সম্পাদক আকশেদ আলী।

ফজলুর রহমান ফকির বলেন, “৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়া ও বেড়া উপজেলার মিলেমিশে গঠিত ছিল। কেন বেড়া উপজেলাকে বাদ দিয়ে পাবনা-২ এর সঙ্গে যুক্ত করা হলো, তা বোধগম্য নয়। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসন পুনর্বহাল করতে হবে। তা না হলে আমরা আন্দোলন জোরদার করব।”

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান,  অবরোধ চলাকালীন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুপুর ১২টার দিকে অবরোধ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। 

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে পুনর্গঠিত হয়েছে, আর বেড়া উপজেলা পুরোপুরি পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
গোবিন্দগঞ্জে গাঁজাসহ ২ নারী গ্রেপ্তার
লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তে অস্ত্র, গোলা-বারুদসহ সন্ত্রাসী আটক
লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তে অস্ত্র, গোলা-বারুদসহ সন্ত্রাসী আটক
শ্রীপুরে আদিবাসী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন
শ্রীপুরে আদিবাসী ফোরামের আহ্বায়ক কমিটি গঠন