• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তে অস্ত্র, গোলা-বারুদসহ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি    ৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশী অস্ত্র, গোলা-বারুদ ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামাধি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। 

সকালে লক্ষ্মীছড়ি- ফটিকছড়ি সীমান্তের গোপাল ঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক দুটি স্থানে এ অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। 

নোয়াহাট এলাকায় প্রথম অভিযানে একটি বাড়িতে তল্লাশী চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চা*পাতি, কুড়াল ও দাঁ, উদ্ধার করা হয়। 

তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে  মোঃ বখতিয়ার উদ্দিন মন্জু, পিতা- মৃত নেসারুল হক নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন,  রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জামাধি উদ্ধার করা। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
মরদেহ পোড়ানোর ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না : অতিরিক্ত ডিআইজি
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
রাজশাহী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ