• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলে সশস্ত্র হামলায় নিহত ৫, আহত ২২

আন্তর্জাতিক ডেস্ক    ৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সশস্ত্র হামলা হয়েছে। ছবি: সংগৃহীত

ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সশস্ত্র হামলা হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলেই হামলায় জড়িত দুজনকে নিষ্ক্রিয় করা হয়। হামলার পর জেরুজালেমের ভেতরে ও বাইরে সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এমডিএ প্যারামেডিক নাদাভ তাইব বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। তখন রাস্তায়, বাসস্টপে এবং আশপাশে অচেতন অবস্থায় অনেককে পড়ে থাকতে দেখি। প্রচুর ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, মেঝেতে ভাঙা কাঁচ ছড়িয়ে ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে পাঠানো হচ্ছে।”

ইউনাইটেড হাতজালাহ মেডিকেল টিমও ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রদান করছে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে। তবে তারা নিহত হয়েছে নাকি পালিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে ইথ্রি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা
ইউক্রেনের মন্ত্রিসভার ভবনে রাশিয়ার হামলা