ইবিতে সান্ধ্যকালীন কোর্সের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে কমিটি গঠন


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সান্ধ্যকালীন কোর্স চালু থাকা বিভাগসমূহ হতে আয়-ব্যয়ের হিসাব বিবরণীর বিষয়টি খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানা গেছে।
অফিস আদেশ সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ সাল থেকে বিভিন্ন বিভাগের সান্ধ্যকালীন কোর্স ফি বাবদ প্রাপ্ত আয়-ব্যয়ের হিসাব সরকারি নিরীক্ষায় উপস্থাপন করা হয়নি এবং কয়েকটি বিভাগ সান্ধ্যকালীন কোর্স ফি সরকারী বিধি-বিধান অনুযায়ী ব্যয় করেননি মর্মে সরকারী অডিট টিম আপত্তিতে উল্লেখ করেছেন। অডিট আপত্তির প্রাথমিক জবাবে অর্থ ও হিসাব বিভাগ থেকে জানানো হয় যে, সংশ্লিষ্ট বিভাগসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের (গুচ্ছ পদ্ধতিতে) ভর্তি পরীক্ষা চলমান বিধায়, ভর্তি পরীক্ষার কাজে ব্যস্ত থাকায় আয়-ব্যয়ের হিসাব বিবরণী অডিট দলের নিকট উপস্থাপন করতে পারেননি। সে সময়ে সংশ্লিষ্ট বিভাগসমূহ আয়-ব্যয়ের হিসাব ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে অর্থ ও হিসাব বিভাগে প্রেরণ করবেন বলে জানান। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগসমূহ আয় ব্যয়ের হিসাব বিবরণী উপস্থাপন করেননি।
কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনুর রহমান আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের উপ-হিসাব পরিচালক জনাব ইসরাফুল হক'কে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ. এস. এম. শরফরাজ নওয়াজ।
এবিষয়ে কিমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলীনুর রহমান জানান, 'আমি আজকেই চিঠিটি হাতে পেয়েছি, কোথাও যদি অনিয়ম হয়ে থাকে এবং অনিয়মের জন্য দায়ী কারা, সেটি কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে বের করা চেষ্টা করবো।'
ভিওডি বাংলা/ এমএইচ