পাংশায় অপারেশন ডেভিল হান্টে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার


রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্ট’ চলাকালে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওদুদ সরদার অতুর এবং উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম। ওদুদ সরদার পৌরসভার মৈশালা মৈত্রডাঙ্গী এবং আব্দুল আলীম হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের বাসিন্দা।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে। আগামীকাল (বুধবার) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ