কিরগিজস্তান থেকে দেশে ফিরলেন ১৮০ বাংলাদেশি


ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে কাজ না পেয়ে প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্ক, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়ে ফেরত আসা যাত্রীদের তাৎক্ষণিক অর্থ ও জরুরি সহায়তা দেওয়া হয়।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, “উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে তাদের কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, আবার কেউ বেতন ছাড়াই মাসের পর মাস কাজ করেছেন। কেউ নথিপত্রহীন হয়ে পড়েছেন, কেউ নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি পরিবার থেকে মুক্তিপণও আদায় করা হয়েছে।”
ফেরত আসা লালমনিরহাটের আদিতমারীর শহীদুল ইসলাম (৪৫) জানান, ওয়েল্ডিংয়ের কাজের আশায় ২০২৪ সালের ৩ জুন বিশকেক পৌঁছান তিনি। কিন্তু পরদিনই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর টানা সাত মাস বেতন ছাড়া কাজ করে অবশেষে কর্তৃপক্ষের হাতে ধরা দেন। তিন মাস কারাভোগের পর দেশে ফিরেছেন।
শরীয়তপুরের প্রিন্স মিয়া (২১) জানান, ইউরোপ পাঠানোর আশ্বাসে প্রথমে তাকে দুবাই, পরে ১৯ মে বিশকেক নেওয়া হয়। বলা হয়েছিল, কিছুদিন কাজের পর তাকে ইতালি পাঠানো হবে। দালালকে ৪ লাখ ৮০ হাজার টাকা দিলেও শেষ পর্যন্ত ৪৪ দিন কিরগিজ জেলে কাটাতে হয়েছে তাকে।
কুষ্টিয়ার মিরপুরের মিলন আলী (৩৮) বলেন, ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়লেও নিয়োগকর্তার কাছ থেকে কোনো সহায়তা পাননি। টানা চার মাস বেতন না পেয়ে বাধ্য হয়ে নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
ভিওডি বাংলা/জা