• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউক্রেনে পেনশনের লাইনে রাশিয়ার বিমান হামলা, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে রাশিয়ার বিমান হামলায় পেনশন নিতে দাঁড়ানো বেসামরিক মানুষদের লক্ষ্য করা হয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে দোনেৎস্কের ইয়ারোভা গ্রামে এই হামলা ঘটে। নিহতরা সবাই সাধারণ নাগরিক এবং তারা পেনশন উত্তোলনের জন্য সেখানে জড়ো ছিলেন। ইয়ারোভা গ্রাম ফ্রন্টলাইনের খুব কাছাকাছি, তাই রুশ বাহিনী অগ্রসর হওয়ায় অঞ্চলটি বিশেষ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিবিসি জানিয়েছে, নিহতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার ৪২ মাস পরও এ ধরনের হামলা চলছেই।

গত আগস্টের শেষ দিকে কিয়েভে রাশিয়ার বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন। জেলেনস্কি বলেছেন, এই হামলার কোনো ব্যাখ্যা নেই এবং বিশ্ব আর নীরব থাকতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-২০ দেশগুলোকে রুশ এ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়