• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন

ভিওডি বাংলা ডেস্ক    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ অনুষ্ঠানে অংশ নেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভুটানের রাজকন্যা ইউফেলমা চোডেন ওয়াংচুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, প্রধান বিচারপতি নরবু শেরিং, জাতীয় পরিষদের চেয়ারপার্সন সাঙ্গে দোরজি, বিদেশ ও বাণিজ্যমন্ত্রী ডি এন ধুঙ্গেল, জেম শেরিংসহ দেশটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দুই দেশের চিরস্থায়ী বন্ধুত্বের ঐতিহাসিক বন্ধন পুনর্ব্যক্ত করেন। তারা মনে করেন, নতুন চ্যান্সেরি ভবনটি বাংলাদেশ-ভুটান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ভুটানের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেন। এ সময় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার, বিমান যোগাযোগ বৃদ্ধি, কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির সঙ্গে এর সংযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ভুটান বাংলাদেশে জলবিদ্যুৎ রপ্তানির আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি দুই দেশের মধ্যে ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ থেকে ভুটানে দক্ষ পেশাজীবী পাঠানো নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভুটানের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, গেলেফু মাইন্ডফুলনেস সিটি বাস্তবায়নে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ জন আটক
আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে
আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশি মহিউদ্দিনের মরদেহ ফ্রিজে
মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৩৭৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে ৩৭৭ বাংলাদেশি আটক