লেখার আগে ভাবা দরকার ছিল মেয়েগুলোর কী হবে


ছোট পর্দার অভিনেত্রী সাফা কবিরের নাম গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়ায়। তার সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও নাম উঠে আসে। অভিযোগ অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করতেন। বিষয়টি নিয়ে সাফা দীর্ঘ সময় মুখ খুলেননি।
ঘটনার আট মাস পর সম্প্রতি এক পডকাস্টে প্রথমবার মাদককাণ্ড নিয়ে কথা বলেন সাফা। তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হলে তার ব্যক্তিগত ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ে।
সাফা কবির বলেন, “নিউজটি দেখার পর আমি পুরোপুরি শকড হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, এটা কী হচ্ছে। এরপর আর কোনো আপডেটও পাওয়া যায়নি। কিন্তু এমন খবর প্রকাশের ফলে আমার ক্ষতি হয়ে গেল। মিডিয়ায় যখন তিন–চারজন মেয়ের সম্পর্কে নিউজ করল, তারা একবারও ভাবলো না-এই মেয়েদের জীবন কী হবে।”
তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়া ও সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া ঠিক নয়। “আমরা হঠাৎ অনেক কিছু করি, কিন্তু ভাবি না, এর প্রভাব মানুষের জীবন বা সমাজে কী হবে।”
সংবাদ প্রকাশের পর তার একের পর এক কাজও বাতিল হয়ে যায়। সাফা জানালেন, “বৃহস্পতিবার খবরটি প্রকাশিত হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, এটা শুধু একটি নিউজ; এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
সাফার মতে, এই ধরনের খবর শুধু শিল্পীদের নয়, তাদের পরিবারকেও আঘাত করে। “আমাদের পরিবার আছে, কাজের জীবন আছে। কি কেউ ভাবে? এমন খবর মা-বাবাদের মনে ধারণা দেয়, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত নয়। যেকোনো কাজ করার আগে দু’বার ভাবা দরকার।”
ভিওডি বাংলা/জা