ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লুকোনু


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো ঘনিষ্ঠ মিত্র সেবাস্টিয়ান লুকোনুকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন। ৩৯ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী লুকোনু ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাক্রোর প্রধান সমর্থক ছিলেন।
এলিসি প্রাদাসের এক বিবৃতিতে বলা হয়েছে, লুকোনুর প্রধান দায়িত্ব হবে ফ্রান্সের পরবর্তী বাজেট অনুমোদনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালানো।
তার পূর্বসূরি ফ্রাসোয়া বায়রু সম্প্রতি আস্থাভোটে হেরে যাওয়ায় প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বায়রু পার্লামেন্টে ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান, যেখানে তার সরকার ব্যয় কমানো ও ঋণের বোঝা সামাল দেওয়ার পরিকল্পনার পক্ষে যথেষ্ট সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছিলেন।
বায়রুর পরাজয়ের পর দুই বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মাক্রোকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হলো।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/জা