• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানিকছড়িতে লাইব্রেরি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি    ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সামাজিক সংগঠন "স্মার্ট মানিকছড়ি"র উদ্যোগে এবং প্রশাসন ও সর্বজনের সহযোগিতায় ২০২১ সালে গড়ে উঠে "স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরি"। কিছুদিন প্রান্তবন্ত থাকার পর সেটির  মুখথুবড়ে পড়ে! ফলে বই-পুস্তক, বুকসেল্ফ, চেয়ার,টেবিল নষ্ট হওয়ার উপক্রম হয়! এরই মধ্যে সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায় মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে " উপজেলা প্রশাসন লাইব্রেরি " ( সর্বসাধারণের জন্য উন্মুক্ত) প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে এক পর্যায়ে স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরীতে থাকা ২০০ বই, ৩টি বুকসেল্ফ, ১২টি চেয়ার, ১টি পানির ফিল্টার, ১টি কার্পেট উপজেলা প্রশাসন লাইব্রেরিতে হস্তান্তর করেন।

পরবর্তীতে পাবলিক লাইব্রেরি বন্ধ হওয়া এবং এর মালামাল প্রশাসনিক লাইব্রেরিতে হস্তান্তর নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মিশ্রপ্রতিক্রিয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়। ফলে গতকাল ১০ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সাংবাদিক ও স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরির দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।  এ সময় তিনি জানান, পাবলিক লাইব্রেরি পরিচালিত হয় জাতীয় গ্রন্থাগারের উদ্যোগে। এর জনবল থেকে শুরু করে সবকিছু পরিচালনায় থাকেন "জাতীয় গ্রন্থাগার" কর্তৃপক্ষ। পাবলিক লাইব্রেরি প্রশাসনিকভাবে প্রতিষ্ঠার সুযোগ নেই। সুতরাং যে কোন সময়, যে কেউ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করতে চাইলে মানিকছড়ি উপজেলা প্রশাসন" স্মার্ট মানিকছড়ি পাবলিক লাইব্রেরি" থেকে প্রাপ্ত( রক্ষিত) মালামাল যত্নসহকারে ফেরতসহ সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, সদ্য প্রতিষ্ঠিত "মানিকছড়ি উপজেলা প্রশাসন লাইব্রেরি" সর্বসাধারণের উন্মুক্ত থাকবে। ইতোমধ্যে স্কুল,মাদরাসা ও কলেজ শিক্ষার্থীদের মধ্য থেকে লাইব্রেরিতে সদস্য করতে শিক্ষকদের নিয়ে বৈঠক করা হয়েছে। এরপর  শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সদস্য ফরমপূরণ করছেন। তিনি আরও জানান, উপজেলায় ব্যক্তি উদ্যোগে আরও লাইব্রেরি/ গ্রন্থাগার প্রতিষ্ঠা হলে প্রশাসনের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহযোগিতা থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে আমদানি করা মথ ডালে মিলেছে ক্ষতিকারক কেমিক্যাল
ভারত থেকে আমদানি করা মথ ডালে মিলেছে ক্ষতিকারক কেমিক্যাল
সাঘাটায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালিত
সাঘাটায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালিত
গৌরীপুরে ছাত্রনেতা হত্যাকে ঘিরে লুটপাট–অগ্নিসংযোগ
গৌরীপুরে ছাত্রনেতা হত্যাকে ঘিরে লুটপাট–অগ্নিসংযোগ