• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আজ জাকসু নির্বাচন:

ভোটগ্রহণ শুরু, কোন হলে কত ভোটার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর  অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলবে।  

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৮ জন প্রার্থী। হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী দাঁড়িয়েছে ৪৭৫ জন। ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন নানা প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। 

এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’। এছাড়া আরও তিনটি স্বতন্ত্র প্যানেলও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

শিক্ষার্থীদের মতে, এবারের নির্বাচনে এককভাবে কোনো প্যানেল এগিয়ে নেই। ভোটাররা প্রার্থীদের ব্যক্তিগত ইমেজ, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততাকে গুরুত্ব দিচ্ছেন। প্রায় অর্ধেক ভোটার নারী হওয়ায় তাঁদের অংশগ্রহণ শেষ মুহূর্তে ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দায়িত্ব পালন করছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণ শেষে বিশেষ ওএমআর মেশিনে গণনা করা হবে ফলাফল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবিতে তালিকাবহির্ভূত সংগঠনের কর্মসূচি নিরুৎসাহিতকরণ, শিবিরের প্রতিবাদ
ইবিতে তালিকাবহির্ভূত সংগঠনের কর্মসূচি নিরুৎসাহিতকরণ, শিবিরের প্রতিবাদ
জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না একটা ন্যারেটিভ ছিল: উম্মে সালমা
শিবির নারীদের বাইরে কাজ করতে দেবে না একটা ন্যারেটিভ ছিল: উম্মে সালমা