গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ


গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুই প্রধান মহাসড়ক অবরোধ করেছেন সুতা কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু হলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা অভিযোগ করেছেন, শিনইউয়েন (বুলবুল নিট) নামের কারখানার চীনা মালিক কয়েক মাস ধরে দেশে নেই। তাদের অনুপস্থিতির কারণে দীর্ঘদিন ধরে বেতন পাননি শ্রমিকরা। বারবার দাবি জানানো হলেও কোন সমাধান হয়নি।
একজন নারী শ্রমিক বলেন, “আমাদের আর কোনো দাবি নেই, শুধু বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।” শ্রমিক সুরুজ মিয়া বলেন, “ঘর ভাড়া দিতে পারছি না, মালিক যদি বের করে দেয়, তাহলে স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।”
শ্রমিক আন্দোলনের কারণে ব্যস্ততম দুই মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
ভিওডি বাংলা/জা