• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেতন প্রদানের আশ্বাসে শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি    ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

গাজীপুরে বেতন পরিশোধের আশ্বাসে বুলবুল নিট (সুতা তৈরি কারখানা) শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন। এতে ব্যস্ততম মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানিয়েছেন, মালিকপক্ষ দ্রুত বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকরা কয়েক মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। বারবার চেষ্টা করেও বেতন না পাওয়ায় তারা এ আন্দোলনে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

শ্রমিকরা জানান, চীনা মালিকদের অনুপস্থিতির কারণে তাদের বেতন পরিশোধে বিলম্ব হয়েছিল। অবরোধ প্রত্যাহারের পর মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত বেতন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত
ফরিদপুরে তৃতীয় দিনের অবরোধে ২১ জেলার সড়ক বন্ধ
ফরিদপুরে তৃতীয় দিনের অবরোধে ২১ জেলার সড়ক বন্ধ
শেরপুরে সীমান্তে বিপুল ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক
শেরপুরে সীমান্তে বিপুল ভারতীয় ঔষধ, মদ ও গরু আটক