ফরিদপুরে তৃতীয় দিনের অবরোধে ২১ জেলার সড়ক বন্ধ


ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। এর ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হয়। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশের খবর অনুযায়ী, সকাল ৭টা থেকে হামিরদী ও আলগী ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ রাখেন।
অবরোধকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট তারা মানবেন না। তাদের দাবি, “ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই”। এ কারণে যতদিন প্রয়োজন, ততদিন তারা রাস্তায় অবস্থান করবেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, “দুই মহাসড়কে শত শত মানুষ অবরোধ করে বসে আছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।”
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ভাঙ্গায় কয়েকদিন ধরেই মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/জা