• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইন্দোনেশিয়ায় বালি-ইস্ট নুসা তেঙ্গারায় আকস্মিক বন্যায় মৃত্যু ১৪

আন্তর্জাতিক ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি ও ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অন্তত দুইজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শুরু হওয়া প্রবল বৃষ্টিতে পর্যটন দ্বীপ বালি এবং ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা বৃহস্পতিবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্টো সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে, নিখোঁজদের খুঁজে পেতে এবং বাস্তুচ্যুতদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন বলে

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে বিভিন্ন সংস্থার ৪০০ থেকে ৬০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বলেন, বৃষ্টির কারণে নদীগুলো উপচে পড়ে, যার ফলে বালির নয়টি শহর ও জেলায় প্রবল বন্যা দেখা দেয়। পাহাড়ি জনপদে কাদা, পাথর ও গাছ পড়ে যায় এবং নদীর পানি বেড়ে অন্তত ১২০টি এলাকা প্লাবিত হয়। বিভিন্ন স্থানে একাধিক ভূমিধসের ঘটনাও ঘটে। 

তিনি বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, মৃতের সংখ্যা নয় থেকে বেড়ে ১৪-তে পৌঁছেছে।  সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বালিতে, যাদের অধিকাংশই নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতে  ভেসে গেছেন। এখনো অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন।

আবদুল আরও জানান, ৫০০-র বেশি মানুষকে নিরাপদে সরিয়ে স্কুল ও মসজিদে আশ্রয় দেওয়া হয়েছে।

বালির রাজধানী দেনপাসারে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মেয়র ই গুসতি নগুরা জয়া নগারা। রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্টো কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে ও বাস্তুচ্যুতদের সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত