বগুড়ার সাবেক এমপি রিপু ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা


জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়ার আবেদনের পর আদালত এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলছে। অভিযোগের সত্যতা প্রমাণের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশ গমন রোধ করা জরুরি বলে উল্লেখ করা হয়।
ভিওডি বাংলা/ আরিফ