• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলন্ত ট্রেন থেকে লাফিয়ে আহত অভিনেত্রী কারিশমা

বিনোদন ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা মুম্বাইয়ের লোকাল ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। চার্চগেটগামী ট্রেনে ওঠার পর হঠাৎ চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ ও ‘প্যায়ার কা পঞ্চনামা’র মতো জনপ্রিয় ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।

কারিশমা নিজেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন,

“শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়ে সমস্যায় পড়ি। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই গতি বেড়ে যায়। তখন দেখি আমার বন্ধুরা ট্রেনে উঠতে পারেনি। আতঙ্কে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে।”

অভিনেত্রী জানান, তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তিনি আরও লেখেন, “আমার পিঠে প্রচণ্ড ব্যথা, মাথায় ফোলা এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তাররা এমআরআই করার পরামর্শ দিয়েছেন এবং মাথার আঘাত গুরুতর কি না তা পর্যবেক্ষণের জন্য একদিন হাসপাতালে থাকতে হবে।”

দুর্ঘটনার পর থেকে প্রচণ্ড যন্ত্রণায় ভুগলেও ভক্তদের উদ্দেশে কারিশমা বলেন, “আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি