• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যশোর সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

যশোর প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১ নারী, ৩ পুরুষসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোরের কামরুল মোল্লার ছেলে মিঠু মোল্লা (৩২), মিজানুর সরদার (৪৫), পিতাঃ মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সদ্দার (৩৬), সয়োরার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন (২৩) ও পিরোজপুরের রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)।

খুলনা ব্যাটালিয়ন ২১বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করছে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের কাছ থেকে তাদেরকে আটক করে। এসময় ঘটনা স্থল থেকে ৪ টি মোবাইল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে নারী,পুরুষদের ফেলে পালিয়ে যায়েপাচারকারীরা। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল