• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেপালে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। দেশটির সংবাদমাধ্যম খবরহাব এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে জানান, নিহতদের মধ্যে কাঠমান্ডু উপত্যকাসহ বিভিন্ন জেলার মানুষ রয়েছেন। এছাড়া, একজন ভারতীয় নারী ও পুলিশের তিন সদস্যও প্রাণ হারিয়েছেন।

সরকারি মদদে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কর্মসংস্থানের সংকট নিয়ে চলমান আন্দোলন ভুয়া খবর ছড়ানোর অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর সহিংস রূপ নেয়। যদিও পরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, সহিংসতা থামেনি। অবশেষে গত মঙ্গলবার পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে এ পর্যন্ত অন্তত এক হাজার ৩০০ জন আহত হয়েছেন। লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগে কয়েকশ কোটি রূপির ক্ষতি হয়েছে। সেনাবাহিনী কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। দোকানপাট খুলেছে, সড়কে চলাচল শুরু হয়েছে। তবে সেনা টহল জারি আছে এবং কিছু এলাকায় প্রবেশ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

চীন ও ভারতের মাঝখানে অবস্থিত নেপালে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিনের। ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে একের পর এক সরকারের পতন ঘটছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়