• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজয়ের সঙ্গে প্রেম ভাঙতেই কিসের খোঁজে তামান্না ?

বিনোদন ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পি.এম.
তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

বিজয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি তামান্না। কেউ কাউকে দোষারোপও করেননি তাঁরা। কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এ বার তামান্না খুঁজছেন নতুন কিছু !

বিচ্ছেদের দিনকয়েক আগেও বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া পরস্পরকে চোখে হারাতেন! আঙুলে আঙুল জড়িয়ে উপস্থিত হতেন সব অনুষ্ঠানে। তা হলে এমন কী হল যুগলের মধ্যে, যে তাঁরা এখন হাতে হাত রাখা দূরে থাক, একে অন্যের মুখ পর্যন্ত দেখতে নারাজ? বিজয় বা তামান্না কেউই বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। এ বার তমন্না খুঁজছেন নতুন কিছু!

তমন্না ও বিজয়ের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল দু’জনের মধ্যে। তামান্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি রাজি ছিলেন না। বিচ্ছেদের পরে বিজয়ের নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তমন্নাকে। তবে ভালবাসার উপর আস্থা হারাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানান, তিনি কারও জীবনের দারুণ সঙ্গিনী হতে চান। অভিনেত্রী বলেন, ‘‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি। আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কত পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভাল হওয়ার চেষ্টা করছি।’’

তামান্না তা হলে কি পরোক্ষে তাঁর ও বিজয়ের প্রেম ভাঙায় ‘সিলমোহর’ দিলেন! পাশাপাশি, তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সে ইঙ্গিতও কি দিয়ে রাখলেন? জবাব ভবিষ্যতেই মিলবে, মনে করছেন নেটাগরিকেরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালে বিক্ষোভে বিনোদন তারকাদের সমর্থন
নেপালে বিক্ষোভে বিনোদন তারকাদের সমর্থন
ডাকসু নির্বাচনের ফলাফল ভবিষ্যতের আগাম সংবাদ: জয়
ডাকসু নির্বাচনের ফলাফল ভবিষ্যতের আগাম সংবাদ: জয়
ভয়াবহ দুর্ঘটনায় লাইটম্যান সহকারীর হাত কাটা
ভয়াবহ দুর্ঘটনায় লাইটম্যান সহকারীর হাত কাটা