• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফাইনালে সংঘর্ষ, আহত ৪০

কক্সবাজার প্রতিনিধি    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পি.এম.
ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ। সংগৃহীত ছবি

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, একাধিক সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত দর্শকচাপ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।

১০ হাজার দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হন। বিকেল ৪টার দিকে গ্যালারি উপচে দর্শকরা মাঠে নেমে পড়েন ও গেট ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী মোতায়েন করা হয়।

তবে খেলা শুরু না হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভাঙচুর চালান। এসময় প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলমকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য অভিযোগ করেন, আয়োজক কমিটির গাফিলতির কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা অংশ নেয়। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ