‘রক্তবীজ ২’-এ মিমি-আবীর জুটির রোম্যান্সে আলোচনা


ওপার বাংলার সিনেমাপ্রেমীদের আলোচনায় এখন মিমি চক্রবর্তী ও আবীর চ্যাটার্জির জুটি। মূলত আসন্ন সিনেমা ‘রক্তবীজ ২’ ঘিরেই তারা আলোচনায়। ছবিতে মিমির নীল বিকিনি লুক যেমন নজর কেড়েছে, তেমনি আবীরের সঙ্গে তার রোম্যান্টিক দৃশ্য নিয়েও চলছে জোর আলোচনা।
প্রথম পর্বে আইজি পঙ্কজ সিংহ (আবীর) ও এসপি সংযুক্তা মিত্রের (মিমি) মধ্যে প্রেমের ইঙ্গিত না থাকলেও সিক্যুয়েলে সেই ঘাটতি মিটবে বলে জানিয়েছেন নির্মাতারা।
শুটিংয়ের নেপথ্যের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মজার মন্তব্য করেছেন আবীর। তিনি বলেন, “আমি মিমিকে বললাম, এত পরিশ্রম করে চেহারা তৈরি করলি, শেষে আমার সঙ্গে রোম্যান্স করার জন্য! ছিঃ ছিঃ, এই ছিল তোর কপালে!”
এছাড়া তিনি জানান, “বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা খুব জরুরি। আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে, ও তখন কী চাইছে।”
উল্লেখ্য, ‘রক্তবীজ ২’-এ মিমি-আবীর ছাড়াও থাকছে অঙ্কুশ-কৌশানীর নতুন জুটি।
ভিওডি বাংলা/ আরিফ