• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিরিয়াকে ১.৬৫ মিলিয়ন ব্যারেল তেল দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনীতিকে সহায়তা করার লক্ষ্যে সিরিয়াকে ১.৬৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল দেবে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।

বাদশা সালমান বিন আব্দুলআজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই তেল দামেস্ককে সরবরাহ করা হবে। সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

সৌদি আরবের এই তেল সিরিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকারিতা ও আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা পাওয়া যাবে।

গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে উৎখাত করে আহমেদ আল-শারার নেতৃত্বাধীন ইসলামিক দল। এরপর তিনি নিজেই দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। বাসারের ক্ষমতাচ্যুত হওয়ার পর পশ্চিমা ও আরব দেশগুলো সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে এবং আরব দেশগুলো সরাসরি অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হলেন সুশীলা কার্কি
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'