বিজয়নগরে রুমিন ফারহানার বিরুদ্ধে মশাল মিছিল


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মশাল মিছিল হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বুধন্তী ইউনিয়নের শতাধিক মানুষ এই মিছিলে অংশ নেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের চলমান শুনানিতে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন বাদ দেওয়ার পক্ষে মত দেন। এলাকাবাসীর দাবি, তিনি শুনানিতে ভুল তথ্য দিয়ে ইসিকে বিভ্রান্ত করেছেন। এর প্রতিবাদেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসেন।
বুধন্তী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত এ মশাল মিছিলের আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এতে অংশ নেন বিজয়নগর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিজ জন্মভূমির মানুষের অনুভূতি উপেক্ষা করে তিনি ব্যক্তিগত স্বার্থে অবস্থান নিয়েছেন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো কখনোই একজন প্রকৃত রাজনৈতিক নেতার কাজ হতে পারে না।
এ সময় তারা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুনর্নির্ধারিত আসন তালিকা প্রকাশ করে। এতে বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করা হয়। ঘোষণার পর থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
ভিওডি বাংলা/ এমএইচ