• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে সরকার গঠনের সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দেওয়া হয়, জানিয়েছেন প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল।

সুশীলা কার্কির নিয়োগ চূড়ান্ত হয় সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে। প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির পদত্যাগের পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে।

সপ্তাহজুড়ে চলা বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত এবং ১,৩০০ জনের বেশি আহত হয়েছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই দুর্নীতিবিরোধী আন্দোলনকে ‘জেন জি আন্দোলন’ বলা হচ্ছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের কারণে।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। সততা, দুর্নীতিবিরোধী অবস্থান ও দৃঢ়তার কারণে তিনি ব্যাপক পরিচিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর শপথে বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হলেন সুশীলা কার্কি
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হলেন সুশীলা কার্কি
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'
জামায়াতে ইসলামী 'একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না'